বাংলাদেশকে ভয় পাচ্ছেনা আয়ারল্যান্ড
চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। ওয়ানডে সিরিজ হারের পরও আইরিশরা বলছে, তারা বাংলাদেশকে ভয়ের চোখে দেখেন না।
বরং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনুশীলনে হয়েছেন অতিরিক্ত মনোযোগী। গতকালও আয়ারল্যান্ড গভীর মনোযোগে অনুশীলন করেছে।
এদিকে এবারের আইপিল আসরে তিন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সাকিব, লিটন আর মোস্তাফিজ। সাকিব, লিটন একই দলে কোলকাতা নাইট রাইডার্সে। আর মোস্তাফিজকে ধরে রেখেছে দিল্লি।
আগামী ৩১ মার্চ শুরু হতে যাচ্ছে আইপিল। আইপিলের প্রথম দিনেই রয়েছে সাকিব, লিটন, মোস্তাফিজের ম্যাচ। এদিকে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ চলছে। আগামীকাল ২৭ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। শেষ হবে ৩১ মার্চ।
টি-টোয়েন্টি সিরিজের পর এই তিন ক্রিকেটার বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। অথচ ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ রয়েছে।
এছাড়া আগামী ৯, ১২, ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজটি বিশ্বকাপ সুপার লীগের অংশ।
এব্যপারে কোচ চন্ডিকা হাথুরু সিংহে বলেছেন, সবার আগে দেশের খেলা। দেশের খেলা আগে প্রাধান্য পারে। এবপ্যারে বোর্ডের সিদ্ধান্তও একই বলে জানিয়েছেন তিনি।