৩ সেপ্টেম্বর, ২০২৪

ঝালকাঠিতে ইসলামি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ

ঝালকাঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উদ্যোগে দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখায় চারা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ জোন, বরিশাল মোহাম্মদ সরোয়ার হোসাইন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন প্রকল্প জোন অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ব্যাংকের ঝালকাঠি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবু জাফর খান।

কর্মসূচির আওতায় ব্যাংকটির ৫ হাজার দুই শত গ্রাহকের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসির এই বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করছে পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)।