২ সেপ্টেম্বর, ২০২৪

• সরাসরি: বৃষ্টিতে শেষ দ্বিতীয় দিন, পঞ্চম দিনে জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান

• সরাসরি: বৃষ্টিতে শেষ দ্বিতীয় দিন, পঞ্চম দিনে জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান

আজ আর খেলা হচ্ছে না রাওয়ালপিন্ডিতে। কিছুক্ষণ আগে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন ম্যাচ অফিশিয়ালরা।

আলোকস্বলতায় চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে গিয়েছিল। পড়ে শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টিতে ভেসে গেল দিনের শেষ শেসনটা।

আবহাওয়া ঠিক থাকলে আগামীকাল বাংলাদেশ সময় সকাল পৌণে ১১টায় শুরু হবে শেষ দিনের খেলা। অবশ্য বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে আবহাওয়ার পূর্বাভাসে।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশকে শেষ দিনে করতে হবে ১৪৩ রান। নাজমুলের দলের হাতে আছে ১০ উইকেট। দুই ওপেনার জাকির হাসান (৩১*) ও সাদমান ইসলাম (৯*) দলকে ৪২ রান এনে দিয়েছেন।

এর আগে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদ ৪৩ রানে ৫ উইকেট নিয়েছে করেছেন ক্যারিয়ারসেরা বোলিং।

নাহিদ রানা ৪৪ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি তাসকিন আহমেদ। টেস্টে এই প্রথম বাংলাদেশের পেসাররা ইনিংসে ১০ উইকেট নিলেন।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়েছে আগেই। এখন বৃষ্টি শুরু হয়েছে। আজ আবারও খেলা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

খেলা বন্ধ হাওয়ার আগে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৪২ রান।

জাকির হাসান ৩১ ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত আছেন। ২৩ বলে ২টি করে চার–ছক্কায় ৩১ রান করেছেন জাকির।