২ সেপ্টেম্বর, ২০২৪

জামালপুরে  ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জামালপুরে  ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জামালপুরে লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আছান আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত আছান আলী লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। 

 জানা গেছে ,  আছান আলী লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে তিনবার সদস্য নির্বাচিত হন। এ নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে  পূর্ব বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে পরিষদ থেকে বাড়িতে ফেরার সময় রায়েরচর মোল্লাপাড়া এলাকায় প্রতিপক্ষের দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতরাতে তার মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।