৩১ আগস্ট, ২০২৪

ফিরেই উইকেট নিলেন তাসকিন

তাসকিনের প্রথম ওভারেই বোল্ড শফিক

১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। ম্যাচের শুরুতে নতুন বলটা তাঁর হাতেই তুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের ষষ্ঠ বলেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলাই যায়।

ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে।

ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন।