২৭ আগস্ট, ২০২৪

রাষ্ট্রের জঞ্জাল পরিষ্কারে যত সময় লাগুক তত সময় দেবো - ঝালকাঠিতে জামায়াতের সেক্রেটারী

রাষ্ট্রের জঞ্জাল পরিষ্কারে যত সময় লাগুক তত সময় দেবো - ঝালকাঠিতে জামায়াতের সেক্রেটারী

গত ১৫ বছর হাসিনা অনেক মানুষ হত্যা করেছে। শেষ মুহুর্তে ক্ষমতায় টিকে থাকতে ছাত্রদের উপর গুলিবর্ষন করিয়েছে সৈরাচার হাসিনা। আমরা ১৫ বছরে পারিনি ভোট ডাকাত হাসিনাকে হটাতে। কিন্তু শিক্ষার্থীরা হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশকে মুক্ত করেছে। ফ্যাসিষ্ট হাসিনা আজ ছাত্র-জনতার বিক্ষোভে দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা শহীদ হয়েছে তারা নিজের স্বার্থে আন্দোলন করেনি, তারা দেশের স্বার্থে আন্দোলন করেছে জামায়েতে ইসলামী দলটি সবসময়   নিহতের পরিবারের পাশে থাকবে।'

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা কতৃক আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ছাত্র জনতা ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একথা বলেন।

মঙ্গলবার সকাল ৯ টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে জামায়াত ইসলামীর শীর্ষ এই নেতা আরো বলেন, 'গত ১৫ বছরে রাষ্ট্রযন্ত্রের মধ্যে যত জঞ্জাল জমেছে সেইসব জঞ্জাল পরিপুর্ণ ভাবে পরিষ্কার করে তারপর দেশে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীণ সরকারের যতদদিন লাগবে ততদিন আমরা ধৈর্য ধরবো। সৈরাচার হাসিনার পতনের ৪ দিন আগে জামায়াত ইসলামী দলটিকে নিষিদ্ধ করেছিলো, কিন্তু  হাসিনার ইচ্ছা আল্লাহ পুরণ করতে দেয়নি। শেখ হাসিনার বুলেটের আঘাতে যারা মারা গেছে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। যুগ যুগ ধরে বিশ্ববাসী তাদের আলোচনায়, দোয়ায় ও স্মরনে রাখবে।'

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখার আমীর অ্যাডভোকেট মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বক্তৃতা করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ অনেকে।বাংলাদেশ জামায়াত ইসলামীর ঝালকাঠি জেলা নেতৃবিন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝালকাঠির যারা শহীদ হয়েছেন সেইসব শহীদ পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সমাবেশ শেষে জেলার রাজাপুর উপজেলা মেডিক্যাল মোড়ে এক পথ সভায় বক্তৃতাও করেছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।