বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ছাত্রসমাজকে এ জাতি চিরদিন মনে রাখবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ব্যক্তিদের জন্য দোয়া এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার সকালে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা শাখা ছাত্রসমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা, এবার যারা আন্দোলন করে দেশ স্বাধীন করলো তারা স্বাধীনতা যোদ্ধা। তাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি।
এ জাতি ছাত্রসমাজকে চিরদিন মনে রাখবে। যারা এই আন্দোলনের অংশগ্রহণ করেছে তাদেরকে রাষ্ট্রীয় ভাবে স্বাধীনতা যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, জাতির এই দুর্যোগ মুহূর্তে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টি করে দেশের মানুষের শান্তি কেরে নেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্রদের প্রধান কাজ হলো পড়ালেখা করা।
পড়ালেখার দিকে আবার ফিরে যেতে হবে, পড়ালেখায় আত্মনিয়োগ করতে হবে। জাতিকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে যোগ্যতার কোন বিকল্প নেই। "নলেজ ইজ পাওয়ার " জ্ঞান হলো শক্তি। পড়ালেখার পাশাপাশি সততাও থাকতে হবে। যোগ্যতা ও সততার মাধ্যম জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
যোগ্যতা আছে কিন্তু সততা নেই তাহলে এ জাতির কোন উন্নয়ন হবে না। সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে ইসলামি ছাত্রশিবির অগ্রনি ভূমিকা পালন করে যাচ্ছে।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রোড থানা শাখার সভাপতি মো: আব্দুল্লাহ্ এর সভাপতিত্বে উল্লাপাড়া উপজেলা উত্তর শাখার সভাপতি মোস্তফা সাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, উপজেলা জামায়াতের আমীর সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, ছাত্র শিবিরের জেলা সভাপতি আলহাজ আলী, সেক্রেটারি আব্দুল আজিজ, অফিস সম্পাদক আবু বকর ,উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারি, কামিল মাদ্রাসা শিবির সভাপতি আশিকুর রহমান, সেক্রেটরী কামরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা উত্তর সেক্রেটারি আবু তালহা, দক্ষিণ সেক্রেটারি জাকারিয়া, ইসলাম, যুব বিভাগ সভাপতি - আতাউর রহমান,উপজেলা মজলিশে সুরা সদস্য -জাহিদ হোসাইন মিন্টু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি -আল আমিন সরকার, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, কয়ড়া ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।