২৪ আগস্ট, ২০২৪

১৬ বছর পর নিজ উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান

দীর্ঘ ১৬ বছর পর শনিবার নিজ উপজেলা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফিরলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, অত্যাচার,জুলুম, নির্যাতন করে কোন সরকারই শেষ পর্যন্ত টিকতে পারেনি।

আওয়ামী লীগ স্বৈরাতান্ত্রিকভাবে ক্ষমতায় থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরকে ব্যাপক নির্যাতন অত্যাচার করেছে। তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। গুম করা হয়েছে অনেক নেতাকর্মীকে।

বিরোধী দলকে রাস্তায় নেমতে দেওয়া হয়নি। নিজেরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে দাবি করলেও প্রকৃত অর্থে গত ১৬ বছর দেশে কোন গণতন্ত্র ছিল না।   আর তাই মানুষের পঞ্জিভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে 

বিদেশে পালিয়ে যেতে হয়েছে। দেশের বিপুল পরিমান অর্থ তিনি বিদেশে পাচার করেছেন। এই দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। এই দেশে হিন্দু মুসলিমের সমান অধিকার। সমান অধিকার প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী সকল ধরনের ব্যবস্থা গ্রহন করবেন।

আল্লাহ্তালা  জুলুমবাজদের পছন্দ করেন না। আর এ কারণেই ছাত্র-জনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। অর্জিত বিজয়ের লক্ষ্য পূরণে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে যেকোন ষড়যন্ত্র রুখে দেবার আহবান জানান তিনি।

জামায়াত নেতা বলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে পূর্বে না জানিয়ে ত্রিপুরা প্রদেশের সীমান্তে অবস্থিত কয়েকটি কপোট বাঁধ ছেড়ে দেওয়ায় বাংলাদেশে ১২ জেলায় আকষ্মিক ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে।

এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়েছে। চরম দূভোর্গে বন্যাকবলিত মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। তিনি ভারতের এই অমানবিক কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। 

রফিকুল খান আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতারা তাকে ১৬ বছর বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বাড়িতে আসতে দেননি। তাকে বিভিন্ন মেয়াদে ৫ বছরেরও বেশি সময় কারগারে থাকতে হয়েছে।

নিজের আত্মীয় স্বজন মারা গেলেও তাকে তাদের জানাজায় পর্যন্ত আসতে দেওয়া হয়নি। এবারই তিনি মুক্ত ভাবে তার নিজ ভূমিতে এলেন। আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন সবাইকে কাজ করার আহবান জানান এই জামায়াত নেতা।

উল্লাপাড়ার উপজেলার নওকৈড় গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।

তিনি শনিবার ঢাকা থেকে ফিরে উল্লাপাড়ার নলকা সেতু, হাটিকুমরুল গোলচত্ত্বর, বোয়ালিয়া বাজার, সলঙ্গা, দবিরগঞ্জ বাজার, কুচিয়ারমারা বাজার, মোহনপুর বাজার, বালশাবাড়ি বাজার,শাহজাহানপুর ও উল্লাপাড়া পুরানো বাসস্ট্যান্ডে পথ সভা করেন।

এ সব পথ সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ সিটি জামায়াতের নায়েবে আমির ড. এ্যাড, হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী এবং সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, পৌর জামায়াতের সম্পাদক হাফিজুল ইসলাম প্রমূখ।