২৪ আগস্ট, ২০২৪

বদলগাছীতে অনুপস্থিত চেয়ারম্যানের অপসারণ দাবি

সারা দেশের বিভিন্ন জায়গার ন‍্যায় নওগাঁর বদলগাছীর ২নং মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান  মাসুদ রানার  অপসারণের দাবিতে মানববন্ধন পালন করছে উক্ত ইউপির ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ।

গতকাল বৃহস্পতিবার ২২শে আগষ্ট  সকাল ১০টায় ২নং মথরাপুর ইউনিয়নের সর্বস্তরের জন সাধারণের আয়োজনে বদলগাছীর  জাবারীপুরহাটে  ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়নের ছাত্রছাত্রীসহ ইউনীয়নের প্রায় ২হাজার লোক উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় অবস্থান নিয়ে চেয়ারম্যান এর অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকাটি। 
 
মানববন্ধনে উপস্থিত  লোকজন বলেন, গত ৫ই আগষ্ট থেকে অনুপস্থিত ২নং মথরাপুর চেয়ারম্যান মাসুদ রানা। গত ৫ই আগষ্ট সোমবার রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানানো হয় আগামীকাল ৬ই আগষ্ট মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

এরপরও চেয়ারম্যান মাসুদ রানা ইউনিয়ন পরিষদে আসেন নি।

এরপর গত ১৫ই আগষ্ট অন্তর্র্বতী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন- সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা অফিসে অনুপস্থিত থাকলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। এ

তো কিছুর পরেও অনুপস্থিত রয়েছেন বদলগাছীর ২নং মথরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।

চেয়ারম্যান উপস্থিত না থাকায় সেবা প্রত‍্যাশীরা সেবা পাচ্ছে না। নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে আসছেন না চেয়ারম্যান মাসুদ রানা। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের সেবা প্রত‍্যাশীরা।

মানববন্ধনে  ইউনিয়ন পরিষদে অনিয়মিত উপস্থিতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আক্তার চৌধুরী ও সহ সভাপতি আবু রায়হান এর নেতৃত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, গিটার,ইউপি সদস্য রুস্তম আলী, ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউপি সদস্য  লিটন, মাহবুব মিলন সুজাউল ইসলাম  সোহেল রানা ( সুইট)  হিরু প্রমুখ।

মানববন্ধনের বিষয়ে বর্তমান চেয়ারম্যান মাসুদ রানার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন,আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অল্প কিছু জনগণের অমুলক দাবিতে আমি কেন পদত্যাগ করতে যাবো।

কিছু দুর্বৃত্ত কয়েক দিন আগে আমার লিজ কৃত পুকুরে এসে জোর করে কয়েক লক্ষ্ টাকার মাছ ধরে নিয়ে গেছে। এটি আমার প্রতি অন্যায় করা হয়েছে। আর তারাই আজ এ-সব করছে। আমি এখন নিরাপত্তা হীনতায় রয়েছি। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।