২৪ আগস্ট, ২০২৪

স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল ২২শে আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় বদলগাছী চৌরাস্তা মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরঙ্গজেব চৌধুরী মানিকের সভাপতিত্বে সদস‍্য সচিব শিবলী নোমানী চৌধুরী শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।

বিশেষ অতিথি ছিলেন  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহম্মেদ ইফতি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাহাড়পুর ইউপির সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ আলমগীর সাগর,ফরিদ হোসেন, মোস্তাবুর রহমান নিয়ন, ফরিদুল ইসলাম, শাহিনুজ্জামান শাহীন,এস.এম আতিকুজ্জামান রাজু, মুনির হোসেন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।