দলীয় প্রতীক নৌকার পক্ষে গনসংযোগ করেন সৈয়দ নজরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সামনে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকার পক্ষে গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা বাজারে বিভিন্ন পেশার মানুষের সাথে সাক্ষাত করেন।এ সময় তিনি গত ১৪ বছরের শাসনামলে প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং নৌকার পক্ষে প্রচারণা চালান।ডিজিটাল বসংলাদেশকে স্মাট বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বরোপ করে বাজারের দোকানদার সহ সাধারণ মানুষকে বুঝানোর চেষ্টা করেন।
এ সময় তিনি বলেন কেন্দ্রীয় নেতৃবৃম্দ যাকেই মনোনয়ন দিবে আমরস সকলেই তার হয়ে কাজ করবো। এ সময় আরো উপস্থিত ছিলেন মনাকষাা ইউনিয়ন ছাত্রলীগের সভসপতি ইমরান আলী, সাধারণ সম্পাদক শামীম রেজা,সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,জেম মেম্বার,ছাত্রলীগ নেতস আল মামুন সহ মনাকষা ইউনিয়,জেলা,উপজেলা ও আওয়ামী লীগ যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।।