গাইবান্ধা প্রতিনিধিঃসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি এবং তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে সাদুল্লাপুর থানা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালিত হয় ।পরে একই দাবিতে কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতা কর্মীরা ।
এ সময় সাদুল্লাপুর থানা বিএনপির আহ্বায়ক শামছুল হাসান শামছুল বলেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে । ছাত্র -জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাই ।