১৪ আগস্ট, ২০২৪

গণহত্যার বিচার দাবিতে সাঁথিয়ায় যুবদলের বিক্ষোভ-সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতা হত্যার বিচার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সাঁথিয়া উপজেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ,সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে  যুবদলের উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা চত্বর হতে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক  ইলিয়াস আহমেদ বিপ্লব, সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজা,যুবদল নেতা মামুন হোসেন রাসেল,আতিকুজ্জামান সজল প্রমুখ।