১৪ আগস্ট, ২০২৪

কারাগারে বন্দিদের সাথে দেখা করতে পারবেন স্বজনেরা

কারাগারে স্বজন ও আইনজীবীরা সাক্ষাৎ করতে পারবেন বন্দিদের সঙ্গে। এ সংক্রান্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। 

বুধবার (১৪ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন সারা হোসেন ও তবারক হোসেন। রাষ্ট্রপক্সে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

তিনি বলেন, জেলকোড অনুযায়ী কারা কর্তৃপক্ষ বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ দিতে বাধ্য।

গত ২১ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে স্বজনদের সঙ্গে বন্দির সাক্ষাৎ বন্ধ করে আদেশ জারি করা হয়।

এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।