৪ আগস্ট, ২০২৪

ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয়ে আগুন আহ্বায়কের বাসায় ইটপাটকেল নিক্ষেপ

ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয়ে আগুন আহ্বায়কের বাসায় ইটপাটকেল নিক্ষেপ

ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে শহরের আমতলা সড়কে একদল দুর্বৃত্ত পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বিএনপি কার্যালয়ের ভেতরের মালামাল পুড়ে যায় বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, রবিবার সকাল থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এ সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ ছাত্রদের হামলা ও সংঘর্ষ হয়। বিএনপি ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশ করে।

দুপুরে ছাত্ররা আন্দোলন শেষে বাড়ি ফিরে গেলে বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরের মালামাল পুড়ে যায়। এছাড়াও দুপুরে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেনের রোনালস্ রোডস্থ বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিলাম। এর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।