ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১ জুলাই উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারী সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে বিকালে পরিষদ অডিটরিয়ামে সমিতির সভাপতি আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, প্রোগ্রাম কোর্ডিনেটর রহিমা খাতুন।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ঠাকুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন। সভার শেষে বিদায় অতিথি কে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।