২৮ জুলাই, ২০২৪

উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতার আত্মহত্যা

উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতার আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ইসরাফিল হোসেন রবিন (২৩) আত্মহত্যা করেছেন। রোববার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। গত ২৬ জুলাই বিষ পান করলে তিনি গুরতর অসুস্থ হয়ে পড়েন।

তাকে প্রথমে উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আরো খারাপ হয়ে গেলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিন উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের স্বজন উল্লাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আজিজুল ইসলাম শাহ আলম জানান, প্রেমের ঘটনা নিয়ে মনোমাল্লিন্যের জের ধরে অভিমান করে রবিন বিষ পান করেন। এতেই  শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।