উল্লাপাড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় উল্লাপাড়ার বিভিন্ন এলাকা থেকে ৫ বিএনপি-জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, বিএনপি নেতা বেল্লাল হোসেন, আব্দুর রউফ, শাহজাহান আলী ও আব্দুল আলীম এবং জামায়াত নেতা আতাউর রহমান।
উল্লাপাড়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক অপু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে কোট সংস্কার আন্দলন চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ৫ নেতাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।