১৮ জুলাই, ২০২৪

আগামী ২৫ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

আগামী ২৫ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির আগামী ২১, ২৩ ও ২৫ তারিখের অনুষ্ঠিত হতে যাওয়া সকল পরীক্ষা স্থগিত করেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। তবে এইচএসসির স্থগিতকৃত সকল পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পারে জানিয়ে দেওয়া হবে।  

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটনায় এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের-যুবলীগের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকার উত্তরা-আজমপুর এলাকাতেই ঝরেছে ৪ প্রাণ। 
এ ছাড়া রাজধানীর ধানমন্ডি ও বাড্ডা এবং সাভার ও মাদারীপুরে একজন করে মারা গেছেন।