কোটা সংস্কার আন্দোলনেঠ কমপ্লিট শাটডাউনে ঝালকাঠি থেকে দূরপাল্লার বাস চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এঅবরোধ চচলে। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটা ঘটে। জেলার কাঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কোটা বিরোধী আন্দোলন কারীদের সাথে স্থানীয় আওয়ামীলীগ ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনায় ৫জন আহত হয়েছেন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
বাস মালিক সমিতি সুত্র জানায়, কোটা বিরোধী ছাত্রআন্দোলনে সকালে দুইটা বিআরটিসি বাস চলাচল করে। এরপর থেকে বরিশাল থেকে আর কোন বাস ছাড়েনি। বরিশাল - খুলনা আঞ্চলিক মহাসড়কের কোন যানবাহন চলাচল করেনি। তবে ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে বরিশালে উদ্দেশ্যে কিছু বাস ছেড়ে যেতে দেখা গেছে।
পুলিশ সুত্র জানায়, রাজাপুর মেডিকেল মোড়ে শিক্ষার্থীরা শান্তিপুর্ণ আন্দোলন করেছে। কোন ধরনের সহিংসতা হয়নি। বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেয়। রাস্তায় গাছের গুড়ি ফেলে যান চলাচল আটকে দেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় শিক্ষার্থীরা কোন ধরনেরর সহিংসতা বা ভাঙচুর করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রাজাপুরের কর্মসূচী সমাপ্ত করেছে শিক্ষার্থীরা।
কাঠালিয়া উপজেলা বাসস্ট্যান্ডে কোটা সংস্কারের দাবীতে অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আন্দোলনকারীদের মধ্যে অন্তত ৫জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ঝালকাঠির রাজাপুর কাঠালিয়ায় অবরোধ হলেও ঝালকাঠি সদর উপজেলার পরিস্থিতি ছিল সম্পূর্ন শান্ত। শহরে বা মহাসড়কে কোন শিক্ষার্থীদের মিছিল সমাবেশ বা সড়ক অবরোধ করতে দেখা যায়নি। ঝালকাঠি কলেজ মোড়সহ শহরের বিভিন্ন স্থানে পুলিশ প্রহরা লক্ষ্য করা গেছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান সাংবাদিকদের জানান, রাজাপুরে পুলিশী ব্যারিকেটের মধ্যেই কোন ধরনের সহিংসতা বা ভাঙচুর ছাড়াই অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে তাদের সাথে কথা বললে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা। কাঠালিয়ায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়