১৮ জুলাই, ২০২৪

ইসলামপুরে বানবাসিদের মাঝে ত্রাণ বিতরণ

ইসলামপুরে বানবাসিদের মাঝে ত্রাণ বিতরণ

 

জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় উপজেলা তাঁতীলীগ ও আওয়ামী মৎস্যজীবি লীগের উদ্যোগে ১০কেজি চাউল, ১কেজি মুড়ি, ২কেজি চিড়া, ১কেজি ডাল, ১কেজি সয়াবিন তেল, আধাকেজি চিনি, আধাকেজি ডালসহ ৩শ অসহায় বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৭ জুলাই) বেলগাছা ইউনিয়নের মিয়াপাড়া যমুনা নদীর পাড়ে উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীলীগের সভাপতি হাফিজ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খান কুটটু, বেলগাছা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব সরকার, আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক একেএম শফিউল আলম সম্রাট, উপজেলা তাঁতী লীগের সহ সভাপতি মোর্শেদুজ্জামান নবাব, মাহবুবুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক পঞ্চু ঋষি, দপ্তর সম্পাদক কাজী মমিনুল ইসলাম লিটু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, পলবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান স্বপনসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।