১৭ জুলাই, ২০২৪

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোহাগ দেওয়ান নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুলাই)  দিবাগত  রাত সাড়ে ১২ টার দিকে  ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। সোহাগ দেওয়ান ভোলার চরফ্যাশন উপজেলার সিরাজ দেওয়ানের ছেলে।  

ইউএনও মো. নজরুল ইসলাম  বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে  সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।