১৭ জুলাই, ২০২৪

কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে  উল্লাপাড়ায় গায়েবানা জানাজা

কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে  উল্লাপাড়ায় গায়েবানা জানাজা

এই নিউজের ভিডিও দেখতে ক্লিক করুণ


চললমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে৷ নিহতদের স্মরণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ২ টায় মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থীরা অংশ নেন।

জানাজ নামাজে ইমামতি করেন হাফেজ মোঃ আব্দুর রহিম। উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।