১৭ জুলাই, ২০২৪

আদালতের তারিখ পর্যন্ত অপেক্ষা করুণ

—ফাইল ছবি

সর্ব্বোচ আদালতের তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বেলা ১১ টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলন ডেকে তিনি এই আহ্বান জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন করতে এসে কারো পাতা ফাঁদে পা দিয়ে দেশে অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল ব্যবহার আশা করি’।

সরকার আদালতের ওপর শ্রদ্ধাশীল। সরকারের প্রতিও তরুণ প্রজন্মকে আস্থা রাখতে হবে। বিষয়টি আদালতে উঠেছে। আদালতের মাধ্যমেই সমাধান হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশের আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, সব অপরাধীর বিচার করার ক্ষমতা বঙ্গবন্ধু কন্যার আছে। আবরার হত্যা, বিশ্বজিৎ হত্যার সাথে জড়িত ছাত্রলীগের বিচার করেছেন শেখ হাসিনা। কাউকে ছাড় দেননা শেখ হাসিনা।

তিনি বলেন, কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগ আগে হামলা করেনি। মূলত ছাত্রলীগের ওপর হামলা করা হয়েছে। হামলা হলে তো আর ছাত্রলীগ বসে থাকবেনা। এই অন্দোলনে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

শিক্ষার্থীরা যেন সেই ষড়যন্ত্রের শিকার না হন। আদালতের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষার্থীরা ফিরে যাক।

ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়ন অগ্রগতি যরা বাধাগ্রস্ত করতে চায় শেখ হাসিনার নেতৃতে আমরা সর্বশক্তি দিয়ে অপশক্তিকে মোকাবিলা করবো আমরা। এই মুহুর্ত থেকে আমরা মাঠে থাকবো। লড়াইয়ের মাঠে থাকবো। আমরা লড়াই করবো প্রতিরোধ।’

এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেটা ঘটছে সেটাই প্রকাশ করবেন।