১৫ জুলাই, ২০২৪

সংসদ সদস্য দেরিতে আসায় রোদে দাঁড়িয়ে থাকতে হলো শিক্ষার্থীদের

সংসদ সদস্য দেরিতে আসায় রোদে দাঁড়িয়ে থাকতে হলো শিক্ষার্থীদের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি শোভাযাত্রায় আসা শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে আসতে দেরি করায় তার জন্য শিক্ষার্থীদের এভাবে অপেক্ষায় রাখা হয়।

রোববার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে আয়োজকেরা অভিযোগটি অস্বীকার করেছেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন সংসদ সদস্য সিদ্দিকুর রহমান। 

খোঁজ নিয়ে জানাগেছে, রোববার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকবিরোধী মানববন্ধন এবং শোভাযাত্রার আয়োজন করা হয়।

আয়োজক ছিল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

আয়োজক সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছিল ওই মাদকবিরোধী মানববন্ধন ও শোভাযাত্রায় অংশ নিতে। ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী সকাল সাড়ে আটটার মধ্যেই অনুষ্ঠানস্থলে আসেন।

এসব শিক্ষার্থীদের নিয়ে যথাসময়ে মানববন্ধন শেষ করা হয়। কিন্তু শোভাযাত্রা শুরু হতে দেরি হয় প্রধান অতিথি সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী না আসায়।

সংসদ সদস্যের জন্য শিক্ষার্থীদের প্রায় এক ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। একপর্যায়ে শিক্ষাথীরা ক্লান্ত হয়ে জেলা প্রশাসকের বারান্দায় বসে পড়েন। ঘন্টাখানেক পরে সংসদ সদস্য অনুষ্ঠানস্থলে এলে তাকে নিয়ে শোভাযাত্রা শেষ করা হয়।

দিঘাপতিয়া পিএন উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘মাইকে বারবার প্রধান অতিথি আসছেন বলে ঘোষণা দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি আসছিলেন না। আমাদের রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আমরা খুব কষ্ট পাইছি।’

তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তারা অনুষ্ঠান শেষ করেছেন। শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখার অভিযোগটি সঠিক নয়।

ওই শোভাযাত্রা শেষে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ে আরো একটি সভায় অংশ নেন। সেখানে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখার বিষয়টি নিয়ে আলোনা হয়।

এসময় সংসদ সদস্য বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুষ্ঠানে শিক্ষার্থীদের কেন দাঁড় করিয়ে রাখা হবে। অনুষ্ঠানে আসার আগে তিনি শিক্ষার্থীদের উপস্থিত থাকার বিষয়টি জানতেন না।