১১ জুলাই, ২০২৪

ঝালকাঠিতে মাদক বিরোধী অভিযান; শিক্ষার্থীদের সতর্ক করলো প্রশাসন

ঝালকাঠিতে মাদক বিরোধী অভিযান; শিক্ষার্থীদের সতর্ক করলো প্রশাসন

 ঝালকাঠিতে র‍্যাব, পুলিশ, আনসার ব্যাটালীয়ন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এবং জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে।

বুধবার বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মহিন উদ্দিন।

এছাড়া বরিশাল র‍্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ঝালকাঠির উপ পরিচালক মো. আকবর হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ে নিযুক্ত বেশ ক'জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ অভিযানে উপস্থিত ছিলেন।

ঝালকাঠি কলেজমোর, জামলাকান্দা, বিকনা, ঢাপর বিসিক শিল্পনগরী, বাস টার্মিনাল, টেকনিক্যাল স্কুল চত্তর, সরকারী উচ্চ বিদ্যালয় চত্বর, এবং সিটিপার্ক এলাকায় ৪ ঘন্টা ব্যাপী পৃথক ঝটিকা অভিযান চালানো হয়। 

পৌর শহরের জামলাকান্দা এলাকার একটি বসতঘর থেকে দেরশো গ্রাম গাঁজাসহ সেলিম সিকদার (৪২) নামের একজন চিহ্নিত মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত সেলিমকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড দেয়।

এছাড়া শহরের পৃথক স্থান থেকে বেশ কজন যুবককে আটক করার পর তারা নিজেদের শিক্ষার্থী পরিচয় দিলে তাদের অভিভাবক ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। একই সাথে রাত ৮টার পরে পার্ক এবং নির্জন স্থানে শিক্ষার্থীদের অবস্থান না করার জন্য সতর্ক করে দেয়া হয়।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এবং পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিভিন্ন সড়কে ঘুরে অভিযান মনিটরিং করেন। তারা জানিয়েছেন ঝালকাঠিতে মাদকের সাথে জড়িত তৃনমুল থেকে রাঘব বোয়াল পর্যন্ত কাউকেই ছার দেয়া হবেনা। অভিযান পরিচালনার মাধ্যমে মাদক মুক্ত ঝালকাঠি গড়তে প্রশাসন অনড় অবস্থানে রয়েছে।