৬ জুলাই, ২০২৪

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা

নাসিরনগর উপজেলায় আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে  মানসম্মত প্রথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার  সভাপতিত্বে মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দিলীপ কুমার বণিক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রুমা আক্তার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ,  উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহম্মদ মোহাম্মদ কামরুল হুদা, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া।

সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রথমিক শিক্ষা সমিতির সভাপতি নুর আলম শেখ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক নাজমুল হুদা, এবিএম সালেম,শিক্তা রাণী রায়,প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আপনারা যথা সম্ভব কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসের পড়া ক্লাসের শেষ করার চেষ্টা করবেন   আরো উপস্থিত ছিলেন উপজেলার  বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা গন।