৩ জুলাই, ২০২৪

নাসির নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

নাসির নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়া  জেলার নাসিরনগর উপজেলায়   খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মাঝে  বিনামূল্যে বীজও সার বিতরণ করা হয়েছে।  
 ৩ জুলাই কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে বিনামূল্যে  বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে  বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমা আক্তার।  

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ কামরুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান রিটা আক্তার, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন।  উপজেলার ১৩ টি ইউনিয়নের ৮০০ জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।