২৯ জুন, ২০২৪

উল্লাপাড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোরসালিন ইসলাম (২১) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

শনিবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোরসালিন ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে। আহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছে।  নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।