২৬ জুন, ২০২৪

ধুনটে কিশোরীকে অপহরণের ঘটনায় থানায় মামলা

ধুনটে কিশোরীকে অপহরণের ঘটনায় থানায় মামলা

বগুড়ার ধুনট উপজেলায় নির্জনা সরকার (১৩) নামের এক কিশোরীকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়ে‌ছে। প্রেমে সাড়া না পে‌য়ে কালী মন্দি‌রের সামনের ফাঁকা রাস্তা থে‌কে কি‌শো‌রী‌কে অপহরন করে ইয়াসিন আলী (২১) নামের এক বখাটে। 

মঙ্গলবার (২৫জুন) রাতে অপহৃত কিশারীর বাবা জয়দেব সরকার বাদি হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি ইয়াসিন আলী নেত্রকোনার কদুয়া উপজেলার লক্ষীনগর গ্রামের আব্দুল হাই-এর ছে‌লে। 

মামলা সূত্র জানা যায়, ইয়াসিন আলীর সাথে প্রায় এক বছর আগে সামাজিক যোগা‌যোগ মাধ্যমে (ফেসবু‌কে) নির্জনা সরকারের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফো‌নে দু’জনের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে ইয়াসিন আলী প্রায়ই নির্জনাকে প্রেম প্রস্তাবের পাশাপাশি বিয়ে করার কথা বলে। কিন্তু নির্জনা সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি মা-বাবাকে জানায়। এক পর্যায়ে ইয়াসিন আলীর সাথে যোগা‌যোগ বন্ধ করে দেয় নির্জনা সরকার। এতে নির্জনার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে ইয়াসিন আলী।

এ অবস্থায় ১৬ জুন সকাল সাড়ে ৬টার দিকে নির্জনা সরকার একাই বাড়ির অদুরে কালী মন্দি‌রে ভক্তি জানানোর জন্য বাড়ি থে‌কে বের হয়। সেখানে ম‌ন্দি‌রের সাম‌নের রাস্তায় পৌছামাত্র ইয়াসিন আলী ও তার লোকজন নির্জনা সরকারকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থা‌নে নি‌য়ে যায়। 

ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, অপহৃত ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তা‌রের জন্য অভিযান অব্যাহত রাখা হয়ছে।