কুমিল্লার তিতাস উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের মদসহ ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, তিতাস থানার এসআই ওবাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৫ মিনিটে উপজেলার উলুকান্দি রাস্তার মাথায় গৌরীপুর টু হোমনা সড়কের পাশে আল-আমিন এর ভাঙ্গারি দোকানের সামনে ভাঙ্গারি মালামালসহ একটি ভ্যানগাড়ী সন্দেহ হলে পুলিশ আটক করে।
পরে ভ্যান গাড়ীতে থাকা ভাঙ্গারি মালামালের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বিভিন্ন সাইজের ৬৭পিস ভারতীয় মদের বোতল পাওয়া গেলে ভ্যানগাড়ীসহ মদের বোতল গুলো জব্দ করে এবং ভ্যান চালককে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ভ্যান চালক তিতাস উপজেলার দড়িমাছিমপুর গ্রামের আব্দুস সালাম প্রকাশে শফিকের ছেলে মো: কাইয়ুম(২২)।
তিতাস থানার ওসি কাঞ্চান কান্তি দাস বলেন, থানার এসআই ওবাইদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালে তিতাস থানাধীন ৩নং বলরামপুর ইউনিয়নের উলুকান্দি রাস্তার মাথার উত্তর পাশে আল-আমিন এর ভাঙ্গারি দোকানের সামনে থেকে ৬৭টি বোতল বিদেশী মদসহ কাইয়ুম নামে এক যুবককে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।