ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ধরমন্ডল ইউনিয়নের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আলহাজ্ব সৈয়দএস এ কে একরামুজ্জামান,এম পি। তিনি বক্তৃতায় বলেন- কথা নয়,উন্নয়নের জন্যে কাজ করতে হবে। আমি আজ এসেছি আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ও ধরমন্ডল, সায়েক,আতুকুড়া রাস্তার বাস্তব অবস্থা দেখার জন্য, আমি আপ্রাণ চেষ্টা করব,।
পরে তার নিজ ইউনিয়ন চাপড় তলার জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এবং সেখানে জুম্মার নামাজ আদায় করেন, তিনি আজ তিনদিনের সফরে তার নির্বাচনী এলাকায় নাসিরনগরে আসেন। আগামীকাল চাতলপাড়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও চাকসু কর্তৃক আয়োজিত সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।