২নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নে ২৫ শত টাকা পাওনা নিয়ে সানু মিয়া (৬৫) নামে এক@ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ঘটনার বিবরণ প্রকাশ, পূর্বভাগ ইউনিয়ন পূর্বভাগ গ্রামের মোঃ হাবিবুর রহমান সিলেটে থাকার সময় পাশ্ববর্তী বাড়ির মোঃ আক্তার মিয়ার নিকট ২৫শত টাকা পাওনা ছিল। টাকা দিতে না পারায় আক্তার মিয়ার ২০ হাজার টাকার মোবাইল নিয়ে যায় মোঃ হাবিবুর রহমান।
ঈদ উপলক্ষে দুইজনই বাড়িতে আসলে আক্তার মিয়া, হাবিবুর রহমান নিকট মোবাইল ফোন ফেরত চাইলে, হাবিবুর রহমান আক্তার মিয়া সাথে কথা খাটাখাটি এক পর্যায়ে হাবিবুর রহমানের লোকজন আক্তার মিয়ার ঘরবাড়ি ভাংচুর করে।
আক্তার মিয়া তার চাচা সানু মিয়াকে ঘটনাটি জানালে, চাচা সানু মিয়া, হাবিবুর রহমান এর চাচা করিম হোসেনের নিকট ঘটনাটি জানানোর জন্য গেলে হাবিবুর রহমানের লোক জন সানু মিয়াকে লাতি ও খিল ঘুষি মারার পর সানুইন মিয়া মারা যায়।
ঘটনা সংবাদ পাওয়ার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। নাসিরনগর থানা অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা সত্যতা শিকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঞজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়া দিন রয়েছে, এলাকার পরিবেশন শান্ত।