১৬ জুন, ২০২৪

রাজধানীরসহ দেশের বিভিন্ন এলাকায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

রাজধানীরসহ দেশের বিভিন্ন এলাকায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

প্রত্যেক বছরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬জুন) রাজধানীর পান্থপথ এলাকায় একটি কনভেনশেন সেন্টারে ওই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

রাজধানীর কনভেনশন সেন্টারে শিশু নারীসহ বিভিন্ন বয়সীর মুসল্লিরা  জামাতে ঈদের নামাজ আদায় করে। নামাজ শেষে এক অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগ করে নেন। সেখানে দেশি মুসল্লীদের পাশাপাশি বিদেশী মুসল্লিরাও একই সাথে নামাজ আদায় করেন। 

সারা পৃথিবীতে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এর সঙ্গে মিল রেখে আমরাও আজ ১৬ জুন রবিবার ঈদের নামাজ আদায় করছি। সেই সাথে দেশের বিভিন্ন এলাকা চা঳দপুর,দিনাজপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, ঝিনাদহ ও  বরিশালে বেশ কিছু গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।

এরাও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল  রেখে ঈদের নামাজ আদায় করেন। তবে আগামী ১৭ জুন সোমবার বাংলাদেশে জাতীয়ভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।  বহু বছর ধরে মুসলিম বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশে কিছু এলাকার মানুষ ঈদের জামাতে অংশ নেং।