১২ জুন, ২০২৪

ক্ষুদ্র ঋণ কার্যক্রম সাউথ বাংলা পল্লী সংস্থা পেল অর্থ মন্ত্রণালয়ের সনদ

ক্ষুদ্র ঋণ কার্যক্রম সাউথ বাংলা পল্লী সংস্থা পেল অর্থ মন্ত্রণালয়ের সনদ

উল্লাপাড়ার বেসরকারি আর্থ-সামাজিক উন্নয়ন সংগঠন ‘সাউথ বাংলা পল্লী সংস্থা’র চুড়ান্ত সনদ প্রদান করলো অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথিরীটির নির্বাহী ভাইস চেয়ারম্যান  মোঃ ফসিউল্লাহ্ কথিত সংস্থার অনুমোদন ও সনদপত্র তুলে দেন নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন লিটনের হাতে। অর্থ মন্ত্রণালয়ের মাইক্রো ক্রেডিট রেগুলেটারী অথিরীটির আওতায় এই সংগঠন ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করবে। 

‘সাউথ বাংলা পল্লী সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন লিটন জানান,  বেশ কয়েক বছর ধরে তিনি উল্লাপাড়া ও সংশ্লিষ্ট এলাকার মানুসের আর্থ-সামাজিক উন্নয়নে তার প্রতিষ্ঠিত সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছেন।

দু’বছর আগে প্রাথমিক পর্যায়ে অনুমোদন পেয়েছেন তিনি। এবার চুড়ান্তভাবে কার্যক্রমের সনদ পাওয়ায় তার সংস্থার চলমান কার্যক্রম আরো গতিশীল হবে বলে তিনি মনে করেন। আনোয়ার হোসেন এজন্য অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথিরীটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।