১২ জুন, ২০২৪

ঝালকাঠিতে বেসরকারি সংস্থা আশার বার্ষিক সমন্বয় সভা

ঝালকাঠিতে বেসরকারি সংস্থা আশার বার্ষিক সমন্বয় সভা

বেসরকারি সংস্থা আশার ঝালকাঠি জেলার বিভিন্ন শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই সভায় ডিভিশনাল ম্যানেজার পিরোজপুর মোঃ আব্দুল জলিল প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ঝালকাঠি সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজরা শেখ ফিরোজ আহম্মেদ।  

সভায় আঞ্চলিক ম্যানেজারসহ ২৮জন অংশগ্রহণ করেন। সভায় ঋণ বিতরণ, ঋণের স্থিতি বৃদ্ধি, আদায়ের হার বৃদ্ধি, খেলাফি ঋণ আদায় এবং চলতি মাসে ঘূর্ণিঝড় রিমালের কারণে গ্রাহকদের কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। ঝালকাঠি জেলায় আশার গ্রাহকদের ৭৯ কোটি টাকা সঞ্চয় রয়েছে। জেলায় ঋণ বিতরণের পরিমাণ ৪৫০ কোটি টাকা এবং সদস্যদের স্থিতি ২১৫ কোটি টাকা। বর্তমানে খেলাফি ঋণের পরিমাণ ২০ কোটি টাকা।