৮ জুন, ২০২৪

কড়া নজরদারিতে মোদীর শপথ অনুষ্ঠান

কড়া নজরদারিতে মোদীর শপথ অনুষ্ঠান

কংগ্রেস নেতা জওহরলাল রেহরুর পর টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এ শপথ অনুষ্ঠান ঘিরে দিল্লিজুড়ে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জমকালো শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের জন্য বিশেষ ব্যবস্থার রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি। 

গণমাধ্যমটির এক প্রতিবেদনে শপথ অনুষ্ঠান নিয়ে তাদের প্রতিবেদনে বলেন, আগামী ৯ (জুন) রবিবার সন্ধ্যায় রাজধানীর প্রেসিডেন্ট ভবনে টানা ৩ বারের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদী শপথ গ্রহণ করবেন। 

সেই সঙ্গে মন্ত্রীসভার নতুন সদস্যরাও এ শপথ অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন। এ শপথ অনুষ্ঠানকে ঘিরে তিনস্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

কর্মকর্তার এক বিশ্বস্তসুত্রে জানা গেছে দিল্লি পুলিশের সোয়াত, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডের অনুষ্ঠান স্থল ও অন্য কৌশলগত অবস্থানের চারপাশে অবস্থান করতে বলা হয়েছে। 

এছাড়া শপথ অনুষ্ঠানে পুলিশ দিল্লিকে নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জুনসহ টানা কয়েকদিন শহরের ওপর দিয়ে ড্রোন, প্যারা গ্লাইডার, প্লেন ও উষ্ণ বাতাসের বেলুনসহ আকাশে  উড়ে এমন যেকোন ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেন। 

প্রতিবেদনটিতে আরও বলা হয়, দিল্লির ওই শপথ অনুষ্ঠানে ‘নেইবারহুড ফাস্ট’ নীতির অংশমোতাবেক মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস ও সিশেলসসহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা  সেখানে উপস্থিত থাকবেন। শপথ হলে আনার জন্য গণ্যমান্য বিশ্বনেতাদের হোটেল থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত নির্ধারিত রুট ব্যবহার করা হবে। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা ব্যপক জোরদার করা হয়েছে। 

মোদীর এ শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) সকালে বিশেষ ফ্লাইটে দেশত্যাগ করেছেন।  ভারতের সময় সকাল ১১ টা ৫১ মিনিটে বিমান এয়ারলাইসেন্স বিশেষ ফ্লাইট ভিআইপি বিমানবন্দর পালাম এয়ার স্টেশনে অবতরণ করেন। পালাম বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রসচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশী, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের  হাইকমিশনার মো; মোস্তাফিজুর রহমান অভ্যুর্থনা জানান।  শপথ গ্রহণ শেষে মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেঠক শেষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এর পর মোদীর  রাষ্ট্রীয় নৈশ্যভোজে যোগ দিবেন। সোমবার বিকাল ৫ টায় বিশেষ বিমানে ঢাকায় পৌছানোর কথা রয়েছে।

এরই মধ্যে রাজধানীতে প্রবেশকারী যানবাহনে তল্লাশি শুরু হয়েছে। ২০২৪ এ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৪০ আসনে  জয়লাভ করেছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দলটির দরকার ছিল আরও ৩২ টি আসন। এ কারণে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও বিহারের মুখ্যমন্ত্রী  নীতিশ কুমারের জেডিইউয়ের সঙ্গে জোটসরকার গঠন করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে।