ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যায়যায়দিন ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার ৬ জুন যায়যায়দিন ১৯ বছরে পদার্পণ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আয়োজনে নাসিরনগর প্রেস ক্লাবে সভাপতি সুজিত কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহারুল হক ভূইয়া, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সবুজ, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি মোঃ আজিজুর রহমান চৌধুরী, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি বরুণ কান্তি সরকার, সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যসহ সূধীজন। সভার শেষে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের নিয়ে কেক কেটে, মিষ্টিমুখ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।