২ জুন, ২০২৪

ইবিতে বিবস্ত্র করে রাতভর র‍্যাগিং: তিন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার

বিবস্ত্র করে রাতভর র‌্যাগিংয়ের অপরাধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। র‌্যাংগিয়ের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় আরো দুই শিক্ষার্থীকে কঠোরভাতে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিস্কারের তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়— ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হলের ১৩৬ নম্বর গণরুমে আল-ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে রাতভর র‍্যাগিং করেন একই হলের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। এঘটনার তদন্তে অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। পরে তদন্ত কমিটির সুপারিশে ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩ তম সভায় অভিযুক্ত তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত হয়।

বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. সাগর প্রামানিক, একই বিভাগের শিক্ষার্থী মো. উজ্জ্বল এবং শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুদাসসির খান কাফি। করা হলো। 

এছাড়া র‌্যাগিংয়ের সাথে সংশ্লিষ্টতা থাকায় অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহমেদ মাসুম ও আইসিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিসনো আল আসনাওয়ীকে কঠোরভাবে সর্তক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান মুক্ত প্রভাতকে বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে র‌্যাগিংয়ে প্রমাণ পাওয়া শৃঙ্খলা কমিটির সুপারিশে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই তিন শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেয়া হয়েছে।