ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যানদের বরণসহ আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ খ্রিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটি ও ৬ষ্ট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রোমা আক্তারের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রথমেই নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া সকল সম্মানিত সদস্যকে নিয়ে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমা আক্তার, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হুদা(আলমগীর মাষ্টার), মহিলা ভাইস রিটা আক্তারকে ফুল দিয়ে বরণ করেন।
উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার এর সঞ্চালনায় বাল্যবিবাহ, ষৌতুক,নারীনির্যাতন,ইভটিজিং, মাদক,জুয়া,চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, ন্যাশকতা,গুজব,উস্কানি প্রতিরোধ সংক্রান্ত সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমা আক্তার, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাজির মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান রিটা আক্তার, সদস্য সচিব থানা অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সরকারি মহাবিদ্যালয় এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে মোঃ ইকবাল চৌধুরী, সৈয়দ শাহীন আহমেদ, মোঃ ফারুকুজ্জামান ফারুক, মোঃ রফিকুল ইসলাম মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, মোঃ রুবেল মিয়া, এডঃ নাছির উদ্দিন ভূইয়া, ধরমন্ডল পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ। স
ভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক সহ আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভার সকল সম্মানিত সদস্যগণ। সভার শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রোমা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব প্রদান করেন।