৩০ মে, ২০২৪

উল্লাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

উল্লাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অপর কলেজ ছাত্র মশিউর রহমান টিপুকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মশিউর উল্লাপাড়া উপজেলার সিমলা মোড়দহ পশ্চিমপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং উল্লাপাড়া এইচ টি ইমাম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ধর্ষনের শিকার শিক্ষার্থী উল্লাপাড়া মাচেন্টর্স পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযুক্ত মশিউর রহমান টিপু বেশ কিছুদিন ধরে নানা কৌশলে উক্ত কলেজ শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই সূত্র ধরে মঙ্গলবার মশিউর ছাত্রীকে উল্লাপাড়া পৌরশহরের গাউছিয়া মাকের্টে ডাকে।

এখানে সপ্তম তোলার সিঁড়ি ঘরে নিয়ে সে ছাত্রীটির সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় মার্কেটের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের দু’জনকে আটক করে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সেসময় ঘটনাস্থলে গিয়ে উভয়কে থানায় নিয়ে আসে।

ধর্ষিতার চাচা মঙ্গলবার রাতে মডেল থানায় মশিউর রহমানের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত  কলেজ ছাত্রকে বুধবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর দিকে ধর্ষিতা শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ওসি।