ভি-রোল পূরণে ব্যার্থ হলে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ৩২ হাজার ৪৩৮ জন শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ শুরু হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শুরু করা ভি-রোল পূরণ চলবে আগামী ৩১ মে পর্যন্ত। অনলাইনে ভি-রোল পূরণ করতে পারবেন প্রার্থীরা।
সূত্র বলছে, পুলিশ ভেরিফিকেশন ফরণ (ভি-রোল) হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ই-মেইলে গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইন পদ্ধতিতে ভি-রোল পূরণে ব্যার্থ হলে ওই প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না।
এনটিআরসিএ বলছে, ভি-রোল ফরম পূরণ শুরু হয়েছে বুধবার রাত থেকে। ভি-রোল ফরম পূরণের জন্য প্রার্থীদের মোবাইলে এসএমএস যাচ্ছে। ওই এসএমএসে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। মূলত ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে লগইন করে প্রার্থী নিজেই ভি-রোলের ফরম পূরণ করতে পারবেন।
গতকাল বুধবার এনটিআরসিএর পরিচাল ক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব প্রার্থীকে পুলিশ ফেরিফিকেশনের জন্য আব্যশিকভাবে অনলাইনে ভি-রোল ফরম পূরণ করে জমা দিতে হবে।
যেভাবে ভি-রোল পূরণ করতে হবে-
প্রত্যেক প্রার্থীকে ভি-রোল পূরণের জন্য নির্ধারিত লিংকে (https://scs.ssd.gov.bd/job-security-login) ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (MOHA) সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) ব্যবহার করে লগইন করতে হবে।
প্রত্যেক প্রার্থীর টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে (Online Security Clearence System) প্রবেশ করে ভি-রোল ফরম পূরণ করা যাবে। অথবা এনটিআরসিএর (www.ntrca.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে ৪র্থগণবিজ্ঞপ্তি-২২ এর সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেনুতে ক্লিক করেও ফরম পূরণ করা যাবে।