২৩ মে, ২০২৪

তিতাসে রাতের আঁধারে মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

তিতাসে রাতের আঁধারে মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

কুমিল্লা তিতাস উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের ৮টি মাল্টা গাছ ও একটি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার।

জানা গেছে, ২০১৯ সালে উপজেলা কৃষি অফিসের দেওয়া  ২৬টি মাল্টা ও ৪টি লেবুসহ অন্যান্য ফলজ গাছ নিয়ে কৃষক আনোয়ার তার পৈত্রিক সম্পত্তিতে একটি বাগান পরিচালনা করে। যা দিয়ে চলতো তাদের সংসার। মঙ্গলবার রাতে ৮টি মাল্টা গাছ ও একটি আম গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে  দিশাহারা হয়ে পড়েছেন কৃষক আনোয়ার।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক আনোয়ার বলেন, অনেক কষ্ট করে বাগানটি করেছি। প্রতিটি গাছে মাল্টা ধরেছে। আশা ছিলো এই বছর মাল্টা বিক্রি ভালো মুনাফা করতে পারবো। কিন্তু সে আশা শেষ করে দিলো। আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কে এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত আমি। কীভাবে আমি ক্ষতি পুষিয়ে উঠব জানা নেই। আমি ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হয়েছি।

এবিষয়ে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. কাউছার আহমেদ বলেন, বাগানটি পরিদর্শন করেছি। গাছের সঙ্গে মানুষের শত্রুতা হতে পারে না। এটি অত্যন্ত খারাপ কাজ হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কৃষককে আমরা পরামর্শ দিয়েছি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাঞ্চন কান্তি দাস জানান, মাল্টা গাছ কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।