২২ মে, ২০২৪

বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজির হাতে আটক ৭

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৭ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

বুধবার ভোরে সীমান্তের ১ নম্বর ঘিবা মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর ক্যাম্পের একটি টহল দল  ১নং ঘিবা মাঠ হয়ে অবৈধভাবে বাংলাদেশ আসার সময় বাংলাদেশি তিন নারী, চার পুরুষকে আটক করে।

আটককৃত  ব্যক্তিরা হলেন, সোবহান খান (৪০) , সেলি খাতুন (৩০), মোঃ সাইফুল, মোঃ মিঠুন শেখ (৪০), মোছাঃ আসমা খাতুন (৩৫), মোঃ আরিফ (১৭) পিতা- মিঠুন শেখ,  ঠিকানা- ঐ, মোঃ মুন্না (১৫), মোছাঃ রেহানা (২৬)।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।