২২ মে, ২০২৪

উল্লাপাড়ায় প্রথম নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম নির্বাচিত নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি।

গতকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ৮৯ হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতীক ছিল মোটরসাইকেল। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নবী নেওয়াজ খান বিনু পেয়েছেন ২২ হাজার ২৩ ভোট। 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক উত্তর জনপদের সে সময়ের বৃহত্তম মুক্তিযোদ্ধা সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা।

তার বাবার অসামান্য অবদান ও অর্জনের প্রতি উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের রয়েছে বিনম্র শ্রদ্ধা। বস্তুতঃ আব্দুল লতিফ মির্জার প্রতিষ্ঠিত সুনাম ও অর্জনের ফলশ্রæতিতেই এবার সর্বস্তরের মানুষ সেলিনা মির্জা মুক্তিকে বিপুল ভোটে জয়ী করেছেন। 

নির্বাচিত হবার পর সেলিনা মির্জা মুক্তি জানান, আমার বাবার প্রতি উল্লাপাড়ার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ এখনও রয়েছে বলে আমি মনে করি। আর এ জন্য মানুষ আমাকে স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছেন।

তিনি উল্লাপাড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেলিনা মির্জা মুক্তি আরো জানান, তিনি তার বাবার আদর্শের প্রতি সম্মান রেখে উল্লাপাড়াকে আধুনিক ও সকল সুযোগ সুবিধা সৃমদ্ধ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করার কাজে নিজেকে নিবেদন করবেন।

একই সঙ্গে তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আন্তরিকভাবে কাজ করে যাবেন। এজন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।