২১ মে, ২০২৪

৪ যুবককে কারাদন্ড ইউপি চেয়ারম্যানকে অর্থদন্ড ঝালকাঠি ও নলছিটিতে শান্তিপূর্ণ পরিবেশে  উপজেলা নির্বাচন সম্পন্ন

৪ যুবককে কারাদন্ড ইউপি চেয়ারম্যানকে অর্থদন্ড ঝালকাঠি ও নলছিটিতে শান্তিপূর্ণ পরিবেশে  উপজেলা নির্বাচন সম্পন্ন

ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহনের প্রথম দিকে ভোটারের উপস্থিতি ছিল কম। এ সময় প্রার্থির এজেন্টদের অলস সময় পার করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়লেও আশানুরুপ ভোটার ভোট কেন্দ্রে আসেনি বলে জানিয়েছে প্রার্থিরা।

সরেজমিনে গিয়ে সকাল ৮ টা ১০ টা পর্যন্ত উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয়, জেবিআই ইসানীল মাঃ বিদ্যালয়, চারুখান মাঃ বিদ্যালয় এবং বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সমূহে গড়ে ১২ % ভোট পরেছে বলে কর্তব্যরত প্রীজাইডিং অফিসাররা জানায়। বেলা ১২ টার দিকে মিরযুগ সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান জানায় এই কেন্দ্রে ২৪৬৫ ভোটারের মধ্যে ভোট পরেছে ৮৩৫ টি।

কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাঃ বিদ্যালয় কেন্দ্রে মোট ৩০৪১ ভোটারের মধ্যে ৮৯৪ টি ভোট পরেছে। পৌর আদর্শ মাঃ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আবিরিন্দ্র মিস্ত্রী জানায়, এই কেন্দ্রে মোট ১৪৯০ ভোটের মধ্যে বেলা ১ টা পর্যন্ত ৪০০ টি ভোট পরেছে। পার্শবর্তি পৌরসভা প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে ১৫১১ ভোটের মধ্যে ২৫৪ ভোট পরেছে বলে প্রিজাইডিং অফিসার জাকির মাহমুদ জানিয়েছে।

ভোট গ্রহনের শেষ মূহুর্তে বিকেল সোয়া ৩ টায় বিনয়কাঠির সুগন্ধীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৯৩১ ভোটের মধ্যে ১৬০৬ ভোট পরেছে বলে জানিয়েছে প্রিজাইডিং অফিসার জানে আলম। এ কেন্দ্রে ভোটের হার ৪০.৮%। এদিকে ঝালকাঠির গাভারামচন্দ্রপুর সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে আনারস মার্কার ২ সমর্থককে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

এবারের ভোট প্রক্রিয়া ও নির্বাচনী পরিবেশ কেমন ছিল জানতে চাইলে শেখেরহাটের শিরযুগ গ্রামের ব্যবসায়ি আবুল কালাম জানায়, ২০ বছরে এরকম পরিবেশে ভোট দেইনি। যাকে খুশি তাকে ভোট দেয়ার পরিবেশ ছিল প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে। অপরদিকে ঝালকাঠির উদ্বোধন মাঃ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নারী ভোটার জাকিয়া বেগম জানান, এর আগে একাধিক নির্বাচনে ভয়ে ভোট দিতে আসিনি। কিন্তু এবার কোন বাঁধা ছাড়াই নির্বিঘ্নে  ও নির্ভয়ে ভোট দিতে পেরেছি।

অপর দিকে জেলার নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন অপরাধে দুই যুবককে কারাদন্ড ও এক ইউপি চেয়ারম্যানকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদাললত। মঙ্গলবার দুপুরে উপজেলার দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে সেলফি তোলার অপরাধে মো. রাকিব বিশ্বাস নামে এক যুবককে  ১৫ দিনের কারাদন্ড এবং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধাকে বৈধ কাগজ বিহীন ও হেলমেট ছাড়া মটর সাইকেল চালোনোর অপরাধে ৫ হাজার টাকার অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

এরআগে সকালে মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় খাদ্য সরবরাহের দায়ে মো. আল আমিন নামে অপর এক যুবককে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। নলছিটির উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সুষ্ঠু ও  শান্তিপূর্ণ পরিবেশে নলছিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সদও উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ২৯৯ জন। নলছিটি উপজেলায় মোট ভোটর ১ লাখ ৬৮ হাজার ৬৭৪ জন।