২০ মে, ২০২৪

প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা, দুই সহকারী প্রিজাইডিং অফিসারের নিয়োগ বাতিল

উল্লাপাড়ায় এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ায় ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারের নিয়োগ বাতিল করা হয়েছে। এরা হলেন, উপজেলার শলী বনানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম ও এস এম রবিউল আলম।

উল্লাপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এই দুই সহকারী প্রিজাইডিং অফিসারের নিয়োগ বাতিল করেছেন। আগামী ২১ মে উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত শলী বনানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম ও এস এম রবিউল আলম হেলিকপ্টার প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী নবী নেওয়াজ খান বিনুর নির্বাচনী প্রচারনায় গত ১৯ মে মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন। এরা কুচিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহনের দায়িত্ব পেয়েছিলেন। 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান, উল্লিখিত সহকারী প্রিজাইডিং অফিসার এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সঠিক প্রমানিত হওয়ায় এদের দুইজনের নিয়োগ বাতিল করে তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এদের স্থলে অপর দুই সহকারী প্রিজাইডিং অফিসার দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।