১৭ মে, ২০২৪

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনির উপরে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে ইসলামী আন্দোল বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা।

বিকেল সাড়ে ৫ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভা করে।

এতে বক্তব্য রাখেন হাফেজ মোঃ আলমগীর জেলা সভাপতি ইসলামী আন্দোলন, ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেক্রেটারি  ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা, হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি জেলা,  হাফেজ মাওলানা কারী ইব্রাহিম আল হাদি সভাপতি ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা, মোহাম্মদ ইব্রাহিম খলিল সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা।  

বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবী জানিয়ে বলেন, জাতীয় সংসদে বিল পাস করে ইসরাইলের সকল পণ্য বাংলাদেশে আমদানি বন্ধ করা হোক।