১৭ মে, ২০২৪

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২১৬ কে‌জি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর দপ্তর র‌্যাব-১২ এর অভিযানে তাড়াশ থানার  ঢাকা রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ২১৬ কে‌জি গ‌াঁজা, ১‌টি কাভার্ড ভ‌্যানসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যা‌পিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১২। 

আজ শুক্রবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সলঙ্গায় হাটিকুমরুলে অবস্থিত র‌্যা‌পিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১২ এর সম্মেলন কক্ষে র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন এই প্রেস প্রেস বিফিং করেন।

প্রেস প্রেস বিফিং এ ব‌লেন, সিরাজগঞ্জ সদর দপ্তর র‌্যাব ১২ এর কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইলিয়াস খানের নেতৃ‌ত্বে ঢাকা রাজশাহী মহাসড়কে চেক‌পোস্ট স্থাপন করে  ভোর সাড়ে ৫ টার দিকে এক‌টি কাভার্ড ভ‌্যান  তল্লাশি চালিয়ে ২১৬ কে‌জি গাঁজা উদ্ধার ক‌রে। 

আটকরা হলো, কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের আল আমিন (২২) ও বাঙ্গরাবাজার উপজেলার চাবিতলা গ্রামের এরশাদ ওরফে হৃদয় (২৭)।

মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ২টি সিম কার্ড নগদ ৬০০ টাকা সহ একটি কাভার্ড ভ‌্যান জব্দ করা হয়।

প্রেস বি‌ফিং এ সিরাজগঞ্জ র‌্যাব ১২ সদর দপ্তর এর বিভিন্ন কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও পিন্ট মি‌ডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।