১২ মে, ২০২৪

গুরুদাসপুরে প্রার্থীতা প্রত্যাহার করেছেন মুস্তাফিজুর

৩য় ধাপে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ দিনে একজন চেয়ারম্যান প্রার্থী তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রবিবার(১২মে) শেষ দিনে নির্ধারিত সময় বিকাল ৪ টা পযর্ন্ত সময়ের মধ্যেই রিটানিং কর্মকর্তা বরাবর আবেদন করে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তিনি হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মশিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান। 

জেলা নির্বাচন র্কমর্কতা আব্দুল লতিফ শেখ জানান, গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে ব্যক্তিগত  কারন দেখিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন একজন চেয়ারম্যান পদ প্রার্থী। 

এর আগে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা, মশিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক অপরদিকে মোস্তাফিজুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলাল শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির প্রিন্স মোল্লা মনোনয়নপত্র জমা দেন।

আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার মিতা মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।